ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহগুলো
২১ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে ১০৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মিরপুরের স্পিনিং কন্ডিশনে দলের ব্যাটাররা ঘায়েল হয়েছে প্রোটিয়া পেস আক্রমণে। তবে দেশের মাটিতে এর চেয়েও কম রান অলআউট হওয়ার রেকর্ড আছে টাইগারদের।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার ১ বলে ঘরের মাঠে নিজেদের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। মিরপুরের হিসেবে এটি দ্বিতীয় সর্বনিম্ন।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে যৌথভাবে এটিই টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সেই ইনিংসের স্থায়ীত্ব ছিল ৩২ ওভার।
২০০২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৮৭ রানে অলআউট হয়েছিল সে সময়কার টেস্ট ক্রিকেট নবীন বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ইনিংসের স্থায়ীত্ব ছিল ৩১ ওভার ৫ বল।
২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল টাইগাররা।
২০০৩ সালের মে মাসে একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ ওভার ৫ বলে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১০২ রানে।
দেশ ও দেশের বাইরের মিলিয়ে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ মাত্র ৪৩। ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৮ ওভার ৪ বলে অলআউট হয়েছিল সাকিব আল হাসানের দল। পঞ্চাশের কমে সেবারই শুধু ইনিংস শেষ হয়েছিল টাইগারদের।
মন্তব্য করুন: