তাইজুলের ৫ উইকেটে লড়াইয়ে বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৪
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই পতন হয়েছে ১৬ উইকেটের। ব্যাটারদের ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হলেও বাংলাদেশ লড়াইয়ে আছে তাইজুল ইসলামের কল্যাণে। ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলার ইতি টানেন আম্পায়ররা। ৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন কাইল ভেরেইনা (১৮) ও উইয়ান মুল্ডার (১৭)।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডারের পেস তোপের পর কেশব মহরাজের ঘূর্ণিতে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১০৬ রানেই গুটিয়ে যায়।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন এইডেন মারক্রাম। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়কের মিডল-স্টাম্প ভাঙেন ম্যাচে বাংলাদেশের একমাত্র পেসার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জি ও ট্রিস্ট্যান স্টাবসের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় সফরকারীরা। ব্যক্তিগত ৮ রানে শর্ট লেগে স্টাবসের ক্যাচ ছেড়ে এই জুটি বড় হতে সহায়তা করেন মাহমুদুল হাসান জয়।
তবে চা বিরতির আগে স্টাবসকে (২৩) ফিরিয়ে ৪১ রানের এই জুটি ভেঙে টাইগারদের স্বস্তি দেন তাইজুল। তৃতীয় সেশনের শুরুতে জীবন পাওয়া ডেভিড বেডিহ্যামকেও (১১) তুলে নেন এই বাঁহাতি স্পিনার।
এরপর ২৮তম ওভারে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান তাইজুল। দ্বিতীয় বলে শর্ট লেগে ডি জর্জির (৩০) দারুণ এক ক্যাচ নেন জয়। এরপর ওভারের শেষ বলে অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকে বোল্ড করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। ২৭ রান করা রায়ান রিকেলটনকে ফিরিয়ে ইনিংসে ১৩তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।
শেষ বেলায় ভেরেইনা ও মুল্ডারের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনো বিপদ ছাড়াই দিন শেষ করে প্রোটিয়ারা।
মন্তব্য করুন: