প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের ৬ হাজার রান

২২ অক্টোবর ২০২৪

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের ৬ হাজার রান

ডেইন পিটের বলে রিভার্স-সুইপে পয়েন্ট অঞ্চল দিয়ে চার মারলেন মুশফিকুর রহিম। আর এতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

মঙ্গলবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন এই কীর্তি গড়েন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারিটি হাঁকান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বেশ আগেই তামিম ইকবালকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান-সংগ্রাহক হওয়া মুশফিক নিজের ৯৩তম টেস্টে হাজার রান স্পর্শ করেন। দ্বিতীয় স্থানে থাকা তামিমের রান হাজার ১৩৪। হাজার ৬০৯ রান নিয়ে তিনে আছেন সাকিব আল হাসান।

টেস্ট ইতিহাসের ৭৪তম ক্রিকেটার হিসেবে এই হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মুশফিক।

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ১৭ টেস্টে হাজার ৩৪৬ রান। ২০১৩ সালের লঙ্কানদের বিপক্ষে দেশের হয়ে প্রথম ২০০ রানের ইনিংসটি খেলেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৭ রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ১০ ম্যাচে তাদের বিপক্ষে দুটি দ্বিশতকও হাঁকিয়েছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ১১ সেঞ্চুরি ২৭টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক।

মন্তব্য করুন: