ইমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
২৩ অক্টোবর ২০২৪
দলে ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়। আরও ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও আবু হায়দার রনি। এরপরেও ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের বাধা পেরুতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ১৯ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
মঙ্গলবার ওমানের আল আমেরাতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৪২ রানে। বিদায়ের শঙ্কায় থাকা লঙ্কানরা সেমি-ফাইনালে উঠল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
শেষ দিকে ‘ডেড বল’ নাটকীয়তায় ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ালে ৬ রান বঞ্চিত হয় বাংলাদেশ। তখন জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৭ রান। ইশান মালিঙ্গার করা বলটিকে লং অফের ওপর ছক্কা হাঁকান আবু হায়াদার। কিন্তু ডেরিভারিটি করার ঠিক আগ মুহূর্তে সেটিকে ‘ডেড বল’ ডাকেন আম্পায়ার। এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়ায় বাংলাদেশ শিবিরে। থার্ড আম্পায়ারের কাছে গেলেও শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। এরপর আর একটি চার ছাড়া বড় কোনো শট খেলতে পারেননি কোনো ব্যাটার।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন ইমন ও সাইফ। ইমন ফেরেন ১০ বলে ২৪ রান করে। ২০ বলে ২৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাইফ। পাওয়ারপ্লে থেকেই আসে ১ উইকেটে ৫৯ রান। কিন্ত এরপর নাঈমের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে রানের গতি হারায় বাংলাদেশ। ১৫ বলে ৮ রান করে বাঁহাতি এই ব্যাটার ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আকবর আলীর দল।
১৩ বলে ১২ রান করে ফেরেন হৃদয়। অধিনায়ক আকবর করেন ৯ বলে ৯ রান। শামীম ফেরেন ৫ বলে ৪ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার।
এর আগে হংকংকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হারে আফগানিস্তান ‘এ’ দলের কাছে।
মন্তব্য করুন: