বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলে আটাল

২৩ অক্টোবর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলে আটাল

ইমার্জিং এশিয়া কাপে সেদিকউল্লাহ আটালের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ‘এ দলকে হারিয়েছিল আফগানিস্তান ‘এ দল। চলমান টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার এবার ডাক পেয়েছেন জাতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাকে নিয়ে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

মঙ্গলবারের ঘোষণা করা দলে চোটের কারণে নেই টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও অফ-স্পিনার মুজিব উর রহমান। গত মাসে শারজাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না এই দুই ক্রিকেটার।

২০২৩ সালে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আটালের। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও এখনও এই ফরম্যাটে খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটার।

টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এবারের ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ দলের বিপক্ষে ৭ ছক্কা ও ২ চারে ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন আটাল। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ দলের বিপক্ষে ৫৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। জাতীয় দলে ডাক পাওয়ার দিন হংকংয়ের বিপক্ষে ২টি করে চার ও ছক্কায় খেলেন ৪১ বলে ৫২ রানের আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস।

আগামী ৬ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। একই মাঠে পরের দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

দেশের মাটিতে গত বছর দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান ওয়ানডে দল:

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগায়াল খারোটি, এএম ঘাজানফার, নুর আহমাদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমাদ মালিক।

মন্তব্য করুন: