এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে যে কীর্তির মালিক মিরাজ একাই
২৩ অক্টোবর ২০২৪
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অনন্য এক কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। চলতি চক্রে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও ৩০ উইকেট পেয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।
সবশেষ ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে এই চক্রে ৩০ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ক্যারিয়ারের নবম ফিফটি হাঁকানোর পথে এবারের চক্রে ৫০০ রান পূর্ণ করেন মিরাজ।
এবারের চক্রে নিজের খেলা নবম টেস্টে এই কীর্তি গড়লেন মিরাজ।
২০১৯-২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে সর্বপ্রথম এই কীর্তি গড়েন বেন স্টোকস। সেবার ইংল্যান্ডের এই অলরাউন্ডার ১ হাজার ৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেটও নিয়েছিলেন। এরপর ২০২১-২৩ চক্রেও এই কীর্তি গড়েন ইংলিশ অধিনায়ক। ৯৭১ রানের সঙ্গে নিয়েছিলেন ৩০ উইকেট। সেবার তার সঙ্গে এই তালিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা। ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার দ্বিতীয় চক্রে ৭২১ রান ও ৪৭ উইকেট শিকার করেছিলে।
অন্যদিকে এই কীর্তি গড়ার পাশাপাশি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারের মালিকও মিরাজ। ৯ ম্যাচ খেলে ৪৭৮ রান নিয়ে তার পরের অবস্থানে আছেন মুমিনুল হক। পরের দুই অবস্থানে আছেন মুশফিকুর রহিম (৪৫২) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৩৮)।
বোলিংয়ে মিরাজের পরের অবস্থানে আছে তাইজুল ইসলাম। এই দুই ক্রিকেটার ছাড়া এবারের চক্রে বিশের ওপর উইকেট আছে কেবল হাসান মাহমুদের।
মন্তব্য করুন: