জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
২৩ অক্টোবর ২০২৪
দ্বিতীয় দিনের খেলা শেষ যখন শেষ হয়েছিল, তখনও ইনিংস পরাজয় এড়ানোর জন্য লড়াই করছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর রেকর্ড জুটিতে এখন দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন দেখছে স্বাগতিকরা। এমনটাই জানিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আর আলোকস্বল্পতা মিলিয়ে তৃতীয় দিনে মোট খেলা হয়েছে ৫৭ ওভার ৫ বল। প্রোটিয়াদের বিপক্ষে যে কোনো উইকেটে মিরাজ-জাকেরের ১৩৮ রানের জুটির পর মিরাজের দৃঢ়তায় ৮১ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে এখনও আছে তিন উইকেট।
৮৭ রান নিয়ে মিরাজ ও ১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। তবে এদিন স্বাগতিকদের জন্য বড় আতঙ্কের নাম হয়ে থাকবেন দ্বিতীয় নতুন বল হাতে দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার।
মিরপুরের কন্ডিশন বিবেচনায় ১৫০-১৮০ রানের লিড নিতে পারলে জয়ের ভালো সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। আর সেই লক্ষ্য পূরণে মুশতাকের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো বিশ্বাস। দিনের খেলা হিসেবে সংবাদ সম্মেলনে পাকিস্তান সফরে ২৬ রানে ৬ উইকেট পড়ার পরও জয় পাওয়া ম্যাচকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন টাইগার স্পিন কোচ।
“(এই ধরনের লড়াই) সবসময়ই দারুণ। কারণ, এভাবেই বিশ্বাস রাখতে হয়। পাকিস্তান সিরিজেও ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। এই ধরনের ইতিবাচক ব্যাপার থেকেই সবাই বিশ্বাস পেতে শুরু করে যে, আমরা যে কোনো জায়গা থেকে জিততে পারি বা ঘুরে দাঁড়াতে পারি। দলের এই ধরনের আবহ থাকা সবসময়ই দারুণ।”
“এই ধরনের ম্যাচ জিততে থাকলে সবাই বিশ্বাস করতে শুরু করে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই এটা যে, একটা দল যখন ঘুরে দাঁড়ানোর লড়াই করতে থাকে, বিশেষ করে লোয়ার অর্ডারে যখন এরকম লড়াই হয়, কৌশলগত দিক থেকেও প্রতিপক্ষের ওপর অনেক চাপ ফিরিয়ে দেওয়া যায়। এটা দারুণ লক্ষণ।”
চতুর্থ দিন লিড নেওয়ার বিষয়ে দলের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই জানিয়ে মুশতাক বলেন, “যত বেশি সম্ভব (লিড)… যত বেশি সময় সম্ভব আমরা ব্যাট করতে চাই, যত বেশি লিড আমরা পেতে পারি। আমার কথা হলো, পরিস্থিতি যেমনই হেক, বিশ্বাস করতে হবে। বিশ্বাস ও ভরসা থাকলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানো যায়। আমরা যত বেশি সম্ভব লিড পেতে চাই।”
ওভার নষ্ট হওয়া খানিকটা পুষিয়ে দিতে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে সকাল ৯টা ৪৫ মিনিটে।
মন্তব্য করুন: