টি-টুয়েন্টিতে ৩৪৪ করে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড

২৩ অক্টোবর ২০২৪

টি-টুয়েন্টিতে ৩৪৪ করে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড

টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের টি-টুয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছে সিকান্দার রাজার দল। একই সঙ্গে গড়েছে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ডও।

বুধবার কেনিয়ার নাইরোবিতে অধিনায়ক রাজার বিধ্বংসী সেঞ্চুরিতে এই কীর্তি গড়ে জিম্বাবুয়ে। তারা ভেঙে দিয়েছে ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩ উইকেটে ৩১৪ রানের রেকর্ড। ইনিংসে মোট ২৭টি ছক্কা হাঁকায় জিম্বাবুয়ে। এখানেও তারা পেছনে ফেলেছে মঙ্গোলিয়ার বিপক্ষে এক ইনিংসে নেপালের হাঁকানো ২৬টি ছক্কার রেকর্ডকে।

শুধু তাই নয়, বাউন্ডারি হাঁকানোর দিক দিয়েও সব রেকর্ড ভেঙে দিয়েছে জিম্বাবুয়ে। ২৭টি ছক্কার পাশাপাশি তার চার মেরেছে মোট ৩০টি। এর আগে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ছিল ভারতের। বাংলাদেশের বিপক্ষে গত মাসে হায়দরাবাদে ২৫টি চার ও ২২টি ছক্কায় মোট ৪৭টি বাউন্ডারি হাঁকায় তারা।

৫৭টি চার-ছক্কায় বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ডও এখন জিম্বাবুয়ের। গাম্বিয়ার বোলারদের বেধড়ক পিটিয়ে তারা রান তোলে ২৮২। এখানেও তারা পেছনে ফেলেছে ভারতকে। বাংলাদেশের বিপক্ষে বাউন্ডারি থেকে মোট ২৩২ রান তোলে টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

৫ ওভার ৫ বলে শতরান পূর্ণ করে জিম্বাবুয়ে। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৫০ রান।

চার নম্বরে ব্যাটিংয়ে নামা রাজা ২০ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরি হাঁকান ৩৩ বলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৩ বলে ১৫ ছক্কা ও ৭ চারে ১৩৩ রানে।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারা জিম্বাবুয়ে এবারের কোয়ালিফায়ারে আছে বেশ দুর্দান্ত ছন্দে। জয় তুলে নিয়েছে তিন ম্যাচেই। সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিল ৫ উইকেটে ২৮৬ রান। দ্বিতীয় ম্যাচে মোজাম্বিককে ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে ম্যাচ জেতে ১৫ ওভার হাতে রেখে। এরপর রুয়ান্ডার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৮ উইকেটে তোলে ২৪০ রান।

মন্তব্য করুন: