দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২৪ অক্টোবর ২০২৪
লিড বাড়ানোর লক্ষ্যে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কাগিসো রাবাদার পেস তোপে ৪ ওভার ৫ বলেই নিজেদের শেষ তিন উইকেট হারিয়ে গুটিয়ে গেছে স্বাগতিকরা।
সেঞ্চুরির আশা জাগানো মেহেদী হাসান মিরাজ ফিরলে ৩০৭ রানেই শেষ হয় দলের ইনিংস।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান। শেষ ব্যাটার হিসেবে মিরাজ আউট হন ৯৭ রানে। রাবাদার শিকার ৬ উইকেট।
৭ উইকেটে ২৮৩ রান নিয়ে মেঘলাচ্ছন্ন আকাশের দিনের খেলা শুরু করা বাংলাদেশের সামনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন রাবাদা। দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার তৃতীয় বলে নাঈমকে (১৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই ডানহাতি পেসার। শেষ হয় অষ্টম উইকেটে ৩৪ রানের জুটি।
তাইজুল ইসলামকে নিয়ে জুটি গড়ে লিড ১০০ রানের বেশি নিয়ে যান মিরাজ। তবে উইয়ান মুল্ডারের বলে ৭ রান করা তাইজুল স্লিপে ক্যাচ দিলে ভাঙে ১৯ রানের জুটিটি। শেষ উইকেটে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজও। ফেরেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আগেই।
এর আগে তৃতীয় দিনের শুরুতেও দ্রুত মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও লিটন দাসের উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে জাকের আলীকে নিয়ে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়ার পথে ইনিংস পরাজয় এড়ান মিরাজ। ৫৮ রান করে অভিষিক্ত জাকের ফিরলে নাঈমকে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করেন এই ডানহাতি ব্যাটার।
মন্তব্য করুন: