ব্যাটিং দীনতায় হারল বাংলাদেশ

২৪ অক্টোবর ২০২৪

ব্যাটিং দীনতায় হারল বাংলাদেশ

লোয়ার-অর্ডারদের নিয়ে লিডটা বড় করার চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে চতুর্থ দিন সকালে কাগিসো রাবাদর পেস তোপে সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত স্বাগতিকদের শেষ তিন উইকেট তুলে নিয়ে ছোট লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। সেটা তাড়া করে জয় পেতে বেগ পেতে হয়নি সফরকারীদের।

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়াই হারের মূল কারণ বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে তাই ৩০৭ রান করেও বড় লক্ষ্য দেওয়া যায়নি প্রতিপক্ষকে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ১০ বছর পর এশিয়ার মাটিতে জয়ের দেখা পেল প্রোটিয়ারা।

দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৪ ওভার ৫ বল। সেঞ্চুরির পথে থাকা মিরাজ ৯৭ রানে ফিরলে ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। রাবাদার শিকার ৬ উইকেট।

২০১৪ সালের জুলাইয়ে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ার মাটিতে সবশেষ জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরপর ১৪ টেস্টে জয়হীন ছিল তারা, যার মধ্যে হেরেছে ১০টিতেই।

লক্ষ্য তাড়ায় প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটি থেকেই আসে ৪২ রান। ২০ রান করা প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রামকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। আরেক ওপেনার দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (৪১) উইকেটও তুলে নেন এই বাঁহাতি স্পিনার। শেষ দিকে তিনি ডেভিড বেডিংহ্যামের (১২) উইকেট তুলে নিলে তা শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।

এর আগে চতুর্থ ইনিংসে স্পিনারদের দিয়ে প্রোটিয়াদের ঘায়েল করতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে প্রোটিয়া পেসারদের সামনে অসহায় হয়ে ৪০ ওভার ১ বলে গুটিয়ে যায় পুরো দল।

এরপর বল হাতে ভালো শুরু পেলেও সফরকারীদের লোয়ার-অর্ডার ও টেইলএন্ডারদের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশ। ম্যাচসেরা কাইল ভেরেইনার ১১৪ ও উইয়ান মুল্ডারের ৫৪ রানের সুবাদে তাদের ইনিংস শেষ হয় ৩০৮ রানে। প্রথম ইনিংসে ২০২ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও টপ-অর্ডার ও মিডল-অর্ডারদের ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছিল বাংলাদেশ। কিন্তু মিরাজ ও জাকের আলীর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১৩৮ রানের জুটিতে সেই শঙ্কা এড়ালেও হার নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।

প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া তাইজুল ম্যাচে মোট শিকার ধরেছেন ৮টি। ৯ উইকেটে নিয়েছেন প্রোটিয়া পেসার রাবাদা।

আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: