সাকিবের সঙ্গে তুলনায় মানা মিরাজের
২৪ অক্টোবর ২০২৪
সাকিব আল হাসানের উত্তরসূরি কে হবেন এই প্রশ্নে অনেকেই এগিয়ে রাখেন মেহেদী হাসান মিরাজকে। দলের হয়ে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই সাদা পোশাকের ক্রিকেটে অবদান রাখছেন ডানহাতি এই অলরাউন্ডার। তবে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে নারাজ মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দলে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিরাজ। তার ব্যাটে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার চতুর্থ দিন তিনি ৯৭ রানে আউট হলে সেখানেই শেষ হয় স্বাগতিকদের স্বপ্ন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ অনুরোধ জানান, তাকে অন্যভাবে মূল্যায়ন করতে। একজন খেলোয়াড়কে অন্যজনের সঙ্গে তুলনা করাটাও পছন্দ নয় ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের।
“সবাই সব সময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন কিংবদন্তি খেলোয়াড়। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।”
“উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।”
প্রোটিয়াদের বিপক্ষে এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। ছিলেন প্রথম ম্যাচের দলেও। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এমন পরিস্থিতিতে সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান জানিয়ে মিরাজ বলেন, “সাকিব ভাইয়ের ইস্যু তো সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি কারও অজানা না। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারব না কেউ। সবার তার পাশে থাকা উচিত।”
মন্তব্য করুন: