নিজের বোলিং নিয়ে আত্মসমালোচনায় মিরাজ
২৪ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মূলত প্রথম ইনিংসে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ৭ উইকেটে হারার পর বল হাতে নিজে ভালো করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন মিরাজের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৯৭ রানে ডানহাতি এই ব্যাটার আউট হলে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায় ৩০৭ রানে। এরপর ৩ উইকেট হারিয়ে ১০৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ থাকলেও দলকে বড় লিড এনে দিতে না পারায় তিনি বেশি হতাশ।
“সেঞ্চুরি মিস হলে ব্যাটারের অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ লেগেছে। তবে সেঞ্চুরির চেয়ে আমি যে পরিকল্পনায় খেলছিলাম, সেটা যদি কার্যকর করতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। আমি সেঞ্চুরি নিয়ে অতটা চিন্তা করিনি। চিন্তা করেছিলাম, দলটকে কত দূর নিতে পারি।”
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসেও ধ্বস নামে ব্যাটিং অর্ডারে। এরপর মিরাজ ও জাকেরের রেকর্ড ১৩৮ রানের জুটিতে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে দলের খাতায় বড় সংগ্রহ না পাওয়াকে হারের কারণ হিসেবে দেখেন মিরাজও। এছাড়াও ব্যাটারদের ব্যর্থতার কথাও স্বীকার করে ২৬ বছল বয়সী এই ক্রিকেটার বলেন, “আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে এত প্রশ্ন আসত না। তাই অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করছি। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। এক-দুই জন ভালো খেললে কখনোই একটা দল ফল আনতে পারবে না।”
“আমরা ব্যাটাররা রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসের রানটা প্রথম ইনিংসে হলে ম্যাচটা ভিন্ন হতে পারত। দুই সেশনের আগেই অলআউট হয়ে গিয়েছি। এ জন্য পিছিয়ে পড়েছি। আর টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ।”
১০৮ রানের মধ্যে বোলাররা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৩০৮ রানে। লোয়ার-অর্ডার ও টেইলএন্ডারদের নিয়ে সেঞ্চুরি হাঁকানো কাইল ভেরেইনা জুটি গড়ে দলকে এই বড় সংগ্রহ এনে দেন।
সেই ইনিংসে দুই উইকেট পেলেও নিজের পারফরম্যান্সের সমালোচনা করে মিরাজ বলেন, “আমরা যদি আরও ভালো বোলিং করতাম, বিশেষ করে আমি… নাঈম যদি আরও ভালো বোলিং করত, তাহলে প্রশ্ন উঠত না। আমিও ভালো করিনি। আমি যদি ভালো করতাম, যে জিনিসটা দল প্রত্যাশা করে, ৬-৭ উইকেট নেব, ম্যাচ জেতাব। কিন্তু আমি প্রথম ইনিংসে শুরুর দিকে উইকেট নিতে পারিনি। তখন আমরা পিছিয়ে পড়েছি।”
মন্তব্য করুন: