স্যান্টনারের স্পিনে কুপোকাপ ভারত

২৫ অক্টোবর ২০২৪

স্যান্টনারের স্পিনে কুপোকাপ ভারত

নিউ জিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচে স্পিনিং উইকেটে মাঠে নেমেছিল ভারত। কিন্তু মিচেল স্যান্টনারের ঘূর্ণি যাদুতে নিজেদের ফাঁদে ধরা খেয়েছে স্বাগতিকরা। বাঁহাতি এই স্পিনারের উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৫৬ রানেই গুটিয়ে গেছে রোহিত শর্মার দল।

শুক্রবার পুনে টেস্টের দ্বিতীয় দিন স্বাগতিকদের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩৪ ওভার বল। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে থাকতে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৩ রানে উইকেট নেন স্যান্টনার। এছাড়া উইকেট নেন পার্ট-টাইম স্পিনার গ্লেন ফিলিপস।

এর আগে প্রথম দিন ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে ৬২ রানে শেষ উইকেট হারিয়ে ২৫৯ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। এই সবকটি উইকেট নেন সুন্দর।

জবাবে শুরুতেই কোনো রান না করা রোহিতের উইকেট হারায় ভারত। প্রথম ম্যাচের প্রথম ইনিংসের মতো এবারও স্বাগতিক অধিনায়ককে বোল্ড করেন টিম সাউদি। এরপর যশস্বী জয়সোয়াল শুবমান গিলের ব্যাটে উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে ভারত।

দ্বিতীয় দিনের শুরুটা দেখে শুনেই করেন এই দুই ব্যাটার। কিন্তু দলীয় ৫০ রানে গিলকে (৩০) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন স্যান্টনার। পরের ওভারে রান করা বিরাট কোহলিকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। এরপরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ।

স্যান্টনার-ফিলিপসের ঘূর্ণিতে ৫০ থেকে ১০৩ রানের মধ্যেই উইকেট হারায় তারা। জয়সোয়াল (৩০), রিশাভ পান্ত (১৮) কিংবা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সরফারাজ খানের (১১) কেউই বেশিক্ষণ টিকতে পারেননি।

অষ্টম উইকেটে সুন্দরকে নিয়ে জাদেজা দলের বিপর্যয় ঠেকানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়। জাদেজাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৩৩ রানের এই জুটি ভাঙেন স্যান্টনার। এরপর দ্রুতই শেষ হয় ভারতের ইনিংস।

মন্তব্য করুন: