অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ব্যাটিং ধস, ১ রানের মধ্যেই নেই ৮ উইকেট

২৫ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ব্যাটিং ধস, ১ রানের মধ্যেই নেই ৮ উইকেট

ক্রিকেটে ব্যাটিং বিপর্যয় একদমই নিয়মিত ঘটনা। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট এ ক্রিকেটের আসর ওয়ানডে কাপে যা হয়েছে তা রীতিমত অবিশ্বাস্য! ৫২ রানে ছিল ২ উইকেট। সেখান থেকে আর ১ রান যোগ করতেই গুটিয়ে গেছে দল। সেই রানটিও এসেছে ওয়াইড থেকে।

শুক্রবার পার্থের ওয়াকায় এমন ব্যাটিং ধসের শিকার হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। তাসমানিয়ার দুই পেসার বাউ ওয়েবস্টার ও বিলি স্ট্যানলেকের তোপের মুখে ৫৩ রানেই গুটিয়ে যায় গত তিন আসরের চ্যাম্পিয়নরা। ইনিংসের স্থায়িত্ব ছিল ২০ ওভার ১ বল।

স্বাগতিকরা তাদের শেষ ৮ উইকেট হারায় মাত্র ২৭ বলে। শেষ ৭ ব্যাটারের কেউই কোনো রান করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিধিনিত্ব করা প্রথম চার ব্যাটার অ্যারন হার্ডি, ডার্সি শর্ট, ক্যামেরন ব্যানক্রফট ও জস ইংলিস মিলে করেন ৪৪ রান। বাকি ৯ রান আসে অতিরিক্ত থেকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১০ রানেই হারায় ওপেনার অ্যারন হার্ডির উইকেট। এরপর ক্যামেরন ব্যানক্রফটকে নিয়ে জুটি গড়ে দেখে শুনে খেলছিলেন ডার্সি শর্ট। দলীয় ৪৫ রানে ফেরেন ২২ রান করা এই ওপেনার। এরপর দলীয় ৫২ রানে সাজঘরের পথ দেখেন ব্যানক্রফটও (১৪)। ধসের শুরু এখান থেকেই। ইংলিস ফেরেন ১ রান করে।

২ উইকেটে ৫২ রান থেকে ১৪ বলের মধ্যে ৫ উইকেট হারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এরপর ইনিংসের ১৯তম ওভার করতে এসে প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন স্ট্যানলেক। সেখান থেকে শেষ এক রান পায় তারা।

৬ ওভারে ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন ওয়েস্টার। ৭ ওভার ১ বলে ১২ রানে ৩ উইকেট নেন স্ট্যানলেক।

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। প্রথমটি দক্ষিণ অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে হোবার্টে তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানে অলআউট হয়েছিল দলটি।

সহজ লক্ষ্য তাড়ায় ৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় তাসমানিয়া।

এই হারে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ হওয়ার পথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। ছয় দলের ওয়ানডে কাপে চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে দলটি।

মন্তব্য করুন: