বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টেও থাকছেন না বাভুমা

২৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টেও থাকছেন না বাভুমা

কনুইয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি টেম্বা বাভুমা। কথা ছিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিয়মিত অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু চোট থেকে এখনও সেরে না ওঠায় চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই ডানহাতি ব্যাটার।

বাভুমার অবর্তমানে শেষ টেস্টেও দক্ষিণ আফ্রিকা নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। ডানহাতি এই ব্যাটারের নেতৃত্বে মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা।

শুক্রবার ঢাকায় দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ শুকরি কনার্ড জানান, আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বাভুমা। তবে দলের সঙ্গে তিনি বাংলাদেশে থাকবেন না দেশে ফিরে যাবেন সে বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি।

আমরা মনে করছি দ্বিতীয় টেস্টের জন্য সে ফিট হয়ে উঠবে না। তার পুনর্বাসন প্রক্রিয়া এমনভাবে তৈরি করা হবে যেন সে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।

গত চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পান বাভুমা। তখন থেকেই মাঠের বাইরে আছেন এই ৩৫ বছর বয়সী ক্রিকেটার।

সিরিজের প্রথম টেস্টে তার জায়গায় জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় ম্যাথিউ ব্রিটজকের।

আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুদলের শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: