ভারতে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে নিউ জিল্যান্ড
২৫ অক্টোবর ২০২৪
গত ম্যাচে ভারতকে হারিয়ে দেশটির মাটিতে ৩৬ বছর টেস্ট জিতেছিল নিউ জিল্যান্ড। এবার ভারতে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট সিরিজ জয়ের সুবাস পাচ্ছে কিউইরা।
শুক্রবার পুনেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড। এগিয়ে আছে ৩০১ রানে। ৩০ রানে টম ব্লান্ডেল ও ৯ রান নিয়ে গ্লেন ফিলিপস তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম ইনিংসে কেবল ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত।
১০৩ রানে এগিয়ে থাকা কিউইদের দ্বিতীয় ইনিংসে ভালো শুরু এনে দেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে কনওয়েকে (১৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন ওয়াশিংটন সুন্দর। এরপর উইল ইয়ংকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক ল্যাথাম। কিন্তু এই জুটিকে দীর্ঘ দেননি রবিচন্দ্রন অশ্বিন। ইয়ংকে (২৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ভাঙেন ৪২ রানের জুটি।
দ্রুতই ফেরেন প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো রাচিন রবীন্দ্র (৯)। তাকে বোল্ড করে সফরকারীদের কিছুটা চাপে রাখেন সুন্দর। তবে ড্যারিল মিচেলের সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন ল্যাথাম। ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন কিউই অধিনায়ক।
১৮ রান করা মিচেলকে তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট শিকার করেন সুন্দর। এরপর ব্লান্ডেলকে নিয়ে জুটি গড়ে লিড বাড়াতে থাকেন ল্যাথাম। কিন্তু দিনের শেষ ভাগে ৮৬ রান করা বাঁহাতি এই ওপেনারকে সুন্দর তুলে নিলে থামে ৬০ রানের জুটিটি।
প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেওয়া সুন্দরের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত শিকার ৪ উইকেট।
মন্তব্য করুন: