শাকিলের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে চালকের আসনে পাকিস্তান

২৫ অক্টোবর ২০২৪

শাকিলের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে চালকের আসনে পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশায় তৃতীয় টেস্টেও স্পিনিং উইকেট বানিয়ে নিজেদের ফাঁদেই পড়তে গিয়েছিল পাকিস্তান। তবে টেইলএন্ডারদের নিয়ে জুটি গড়ে দলকে বাঁচানো সৌদ শাকিলের দুর্দান্ত শতকের পর দ্রুত তিন উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের কাছে রেখেছে স্বাগতিকরা।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। সফরকারীরা এখনও পিছিয়ে আছে ৫৩ রানে। শেষ বেলায় স্পিনারদের দাপটে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও এর মূল নায়ক শাকিল।

৩ উইকেটে ৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা নিজেদের বানানো ফাঁদেই পড়ে। ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে ১৭৭ রানের মধ্যে হারায় ৭ উইকেট। তখনও তারা পিছিয়ে ছিল ৯০ রানে। এরপরই টেইলএন্ডারদের নিয়ে জুটি গড়ে ম্যাচের চিত্র পাল্টে দেন শাকিল।

রেহান-বশির-লিচদের ঘূর্ণি সামলে নোমান আলীকে নিয়ে অষ্টম উইকেটে ৮৮ রান যোগ করে দলকে লিড নেওয়ার পথে আনেন শাকিল। এর মাঝে বাঁহাতি এই ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ শতকও। ৪৫ রান করা নোমান ফিরলে এই জুটি ভাঙলে এরপর সাজিদ খানকে নিয়ে লিড বাড়াতে থাকেন তিনি।

তবে নবম উইকেটের এই জুটিতে শাকিলের চেয়ে বেশি আগ্রাসী মেজাজে খেলতে থাকেন সাজিদ। ১৩৪ রান করে শাকিল ফিরলে ৭২ রানের এই জুটি ভাঙে। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ৩৪৪ রানে। ৪ ছক্কা ও ২ চারে ৪৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ।

দিনের শেষ ভাগে ৭৭ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে চেপে ধরেন নোমান-সাজিদ স্পিন জুটি। প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো বেন ডাকেটকে (১২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সাজিদ। পরের ওভারে আরেক ওপেনার জ্যাক ক্রলিকেও (২) এলবিডাব্লিউ করে তুলে নেন নোমান। নিজের পরের ওভারে অলি পোপকেও ফেরান বাঁহাতি এই স্পিনার। ৫ রানে জো রুট ও ৩ রান করা হ্যারি ব্রুক তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: