পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান, দলে ফিরেছেন বাবর-শাহিন
২৭ অক্টোবর ২০২৪
পাকিস্তানের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই উইকেটকিপার-ব্যাটারের নেতৃত্বে মাঠে নামবে পাকিস্তান।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে বাদ পড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আবারও দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দলে আছেন এই তিন ক্রিকেটা।
রোববার সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষেও সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। এই দুই সিরিজকে সামনে রেখে আলাদা দল ঘোষণা করেছে পিসিবি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে নেই বাবর, শাহিন ও নাসিম।
পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরা দুই ব্যাটার ফখর জামান ও ইমাম-উল-হক কোনো সিরিজের দলে জায়গা পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর পাকিস্তান দল থেকে বাদ পড়েন বাবর, শাহিন ও নাসিম। সে সময় নির্বাচকদের তরফ থেকে জানানো হয়, এই তিন ক্রিকেটারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত।
জিম্বাবুয়েতে কেবল ওয়ানডে সিরিজে খেলবেন নতুন অধিনায়ক রিজওয়ান। টি-টুয়েন্টিতে তার অনুপস্থিতে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৮ নভেম্বর অ্যাডিলেইডে দ্বিতীয় ও ১০ নভেম্বর পার্থে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
১৪ নভেম্বর ব্রিজবেনে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৬ ও ১৮ নভেম্বর সিডনি ও হোবার্টে অনুষ্ঠিত হবে শেষ দুই ম্যাচ।
এই সিরিজ শেষ করেই জিম্বাবুয়ের উদ্দেশে পাড়ি জমাবে পাকিস্তান। সেখানে ওয়ানডে সিরিজ শুরু হবে ২৪ নভেম্বর। বাকি দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ নভেম্বর। আর দু’দলের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়োতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমারইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনাওয়াজ দাহানি ও তায়াব তাহির।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তান দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মোকিম, তায়াব তাহির, উসমান খান।
মন্তব্য করুন: