৬ মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন কারস্টেন

২৮ অক্টোবর ২০২৪

৬ মাসেই পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন কারস্টেন

বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে মাত্র ছয় মাস টিকল পাকিস্তানের সঙ্গে গ্যারি কারস্টেনের পথচলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর সাত দিন আগে দেশটির ওয়ানডে টি-টুয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।

সোমবার পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন কারস্টেন। গত ২৮ এপ্রিলে ওয়ানডে বিশ্বকাপজয়ী এই কোচকে দুই বছরের চুক্তিতে ওয়ানডে টি-টুয়েন্টি এবং জেসন গিলেস্পিকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়।

কারস্টেন দায়িত্ব ছাড়ায় আগামী নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে দলের দায়িত্বে থাকবেন গিলেস্পি।

কারস্টেনের বিদায় নিয়ে দ্রুতই পিসিবির তরফ থেকে বিবৃতি দেওয়া হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে জানানো হয়, গিলেস্পি কারস্টেনের সঙ্গে বোর্ডের সম্পর্কের ফাটল গত কয়েকদিন আগে থেকে ধরতে শুরু করে, যার শুরুটা হয় এই দুই কোচকে নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়ার পর থেকে।

এই ঘটনায় টেস্ট দলের কোচ গিলেস্পি বিস্ময় হতাশা প্রকাশ করে প্রকাশ্যেই বলেছিলেন, তিনি এখন কেবল 'ম্যাচ ডে অ্যানালিস্ট' হিসেবে আছেন। এই কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ হননি বলেও জানান অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

কারস্টেন বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও বোর্ডের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন বলে জানায় ক্রিকইনফো। অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনে তিনি ভূমিকা রাখতে চাইলেও তা করতে দেওয়া হয়নি। এমনকি সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করার ক্ষেত্রেও কারস্টেনের কোনো মতামত নেওয়া হয়নি।

দীর্ঘ মেয়াদে পাকিস্তানের ক্রিকেটে উন্নতির জন্য ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কারস্টেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা অধীনে এখন পর্যন্ত শুধু টি-টুয়েন্টিতেই খেলেছে পাকিস্তান। গত মে মাসে ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ হারে তারা। এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

মন্তব্য করুন: