অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল
২৮ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে আলোচনায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার খবর। এমন এক সময়ে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ছিলেন না জাতীয় দলের কোচ কিংবা অধিনায়ক। দলের প্রতিনিধি হিসেবে আসা তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি অধিনায়ক হতে প্রস্তুত।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনগুলোতে সাধারণত উপস্থিত থাকেন দলের অধিনায়ক বা কোচ। প্রোটিয়াদের প্রতিনিধি হয়ে এসেছিলেন অধিনায়ক এইডেন মারক্রাম। কিন্তু বাংলাদেশের বেলায় তাইজুল আসায় অনেকের মনেই প্রশ্ন জাগে, পরবর্তী অধিনায়কের ভাবনায় বাঁহাতি এই স্পিনার আছেন কি না।
এমনই এক প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না রেখেই তাইজুল জানিয়ে দেন তিনি অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত। ১০ বছর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।”
অধিনায়ক নিয়ে এমন ভাবনার কারণ হলো, গত শনিবার ক্রিকবাজ ও ইএসপিএন ক্রিকইনফোর আলাদা প্রতিবেদনে শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি সামনে আসে। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ তিন ফরম্যাটেরই দায়িত্ব ছাড়তে চান এই বাঁহাতি ব্যাটার।
শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে তাইজুল বলেন, “এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।”
সিরিজের মাঝপথে অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে দলে প্রভাব ফেলে কি না এমন প্রশ্নের জবাবে বেশ খোলামেলা উত্তর দেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
“এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই গুরুত্বপূর্ণ। চাপ হয়তো কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।”
মন্তব্য করুন: