অধিনায়ক ছাড়াই পাকিস্তান সিরিজের অস্ট্রেলিয়া দল ঘোষণা
২৮ অক্টোবর ২০২৪
কোনো অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী মাসে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের কথা বিবেচনায় দলে রাখা হয়নি সম্ভাব্য টেস্ট দলের কোনো ক্রিকেটারকে।
সোমবার আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এই সিরিজের নেতৃত্বে থাকতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবেন বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথিউ শর্ট। এমনকি নতুন অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকেও।
চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন তিন পেসার জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন ও ন্যাথান এলিস।
টেস্ট দলের নিয়মিত সদস্যরা ছাড়াও এই সিরিজে থাকবেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরিও। ফলে হেড কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আন্দ্রে বোরোভেক। সহকারী কোচ হিসেবে দলে যুক্ত করা হবে ব্র্যাড হজকে। গত টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের কোচিং স্টাফে ছিলেন সাবেক এই ব্যাটার।
আগামী ১৪ নভেম্বর ব্রিজবেনে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ১৮ নভেম্বর শেষ হবে হোবার্টে। এর চার দিন পরই পার্থে শুরু হবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি দল:
শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
মন্তব্য করুন: