দারুণ সাফল্যের পরও স্টুয়ার্ট লকে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র
২৮ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্র ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব নিয়ে দলকে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন। এরপর নিজেদের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপেই দলকে তুলেছিলেন সুপার এইটে। তবে এরপরেও সাত মাসের মাথায় স্টুয়ার্ট লকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ খেলছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই গত শনিবার লকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট। তবে হুট করে এই কোচকে ছেড়ে দেওয়ার কোনো কারণ এখনও জানায়নি তারা। বোর্ডের প্রধান নির্বাহী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিদ্ধান্তটি নেওয়া তাদের জন্য বেশ কঠিন ছিল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেন ল। তার অধীনে প্রথম সিরিজেই দারুণ সাফল্য পায় তারা। টি-টুয়েন্টি সিরিজটিতে বাংলাদেশকে হারায় ২-১ ব্যবধানে। এরপর ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে আরও দুর্দান্ত ছিল দলটি।
আসরের প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে জয় পায় লয়ের দল।
বর্তমানে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ ৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন: