দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জাকের, বদলি মাহিদুল
২৮ অক্টোবর ২০২৪
মাথায় আঘাত পেয়ে মঙ্গলবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন জাকের আলী। তার বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় জাকেরের। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের আগের অনুশীলনে ব্যাটিং করার সময় মাথায় বল লাগার পর থেকে কনকাশন সমস্যায় ভুগছেন ডানহাতি এই ব্যাটার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্ট থেকে জাকেরকে সরিয়ে মাহিদুলকে অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এর আগেও কনকাশন সমস্যায় ভুগেছেন জাকের। ফলে পুরোপুরি সুস্থ হয়ে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের সময় লাগতে পারে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
গত দুই মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক মাহিদুলের ব্যাট। গত সপ্তাহে জাতীয় লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ডানহাতি এই ব্যাটারের সংগ্রহ ১ হাজার ৯৩৪ রান।
মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্টে সকাল ১০টায় সিরিজ হার এড়ানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
মন্তব্য করুন: