মুল্ডারের সেঞ্চুরির পর ৫৭৭ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা
৩০ অক্টোবর ২০২৪
উইয়ান মুল্ডার ও সেনুরান মুথুসামির জুটিতে আগেই রান পাহাড়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংস ঘোষণার অপেক্ষাটা ছিল মুল্ডারের সেঞ্চুরির জন্য। তাইজুল ইসলামকে ডাউন দ্য উইকেটে এসে ডানহাতি এই ব্যাটার ছক্কা হাঁকিয়ে উল্লাসে মেতে উঠেতেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।
বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় সেশনে ৬ উইকেটে ৫৭৭ রানে ইনিংস করে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রানে অপরাজিত থাকেন মুল্ডার। ৭৫ বলে ৭০ রানে অপরাজিত থাকেন মুথুসামি। ৫২ ওভার ২ বলে ১৯৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল।
মধ্যাহ্ন ভোজের বিরতির আগে তাইজুলের ৩ উইকেট শিকারে দক্ষিণ আফ্রিকার রানের লাগান টেনে ধরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। বিরতির পর নাহিদ রানা রায়ান রিকেলটনের উইকেট তুলে নিলে সেই পথেই ছিল তারা। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মুল্ডার-মুথুসামি জুটি।
এর আগে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যামের ব্যাটে দিনের শুরুতে বাংলাদেশকে চেপে ধরেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের জুটিতে দলীয় সংগ্রহ ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে তুলে নিয়ে কিছুটা লাগাম টানেন তাইজুল।
দিনের ১৮তম ওভারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫৯ রান করা বেডিংহ্যামকে বোল্ড করে তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি ভাঙেন বাঁহাতি এই স্পিনার। নিজের পরের ওভারে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ১৭৭ রান করা ডি জর্জিকেও।
ক্রিজে থিঁতু হওয়া দুই ব্যাটারকে হারিয়ে চাপে থাকা সফরকারীদের চাপ আরও বাড়িয়ে দেন তাইজুল। পরের ওভারেই আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কাইল ভেরেইনাকে (০) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ক্যারিয়ারে ১৪তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর চতুর্থ ওভারে রিকেলটনকে (১২) কট বিহাইন্ড করান নাহিদ। এরপরই স্বাগতিক বোলারদের ওপর আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন মুল্ডার ও মুথুসামি। তাইজুল, মিরাজ, নাহিদদের বোলিংয়ে কোনো কিছুই কাজে আসেনি তাদের সামনে।
মুল্ডারের পর ৬২ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন মুথুসামি। চা বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই দুই ব্যাটার। ৯ ওভার ২ বলে যোগ করেন আরও ৪৮ রান।
মন্তব্য করুন: