টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবের জায়গা নিলেন মিরাজ

৩০ অক্টোবর ২০২৪

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবের জায়গা নিলেন মিরাজ

অলরাউন্ডারদের টেস্ট ্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে সরিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

বুধবার আইসিসি প্রকাশিত ্যাঙ্কিংয়ের হালনাগাদের তালিকায় দুই ধাপ উপরে উঠেন ডানহাতি এই অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ার সেরা ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠেছেন তিনি।

একই টেস্টে আগুন ঝরানো বোলিংয়ে উইকেট নিয়ে বোলারদের ্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কাগিসো রাবাদা। ভারতের যশপ্রীত বুমরাহকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার এই পেসার ২০১৯ সালের ফেব্রুয়ারির পর আবার চূড়ায় উঠলেন।

তিন ধাপ উপরে ওঠা রাবাদার রেটিং পয়েন্ট এখন ৮৬০। দুই ধাপ নিচে নেমে তিনে আছেন বুমরাহ। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

বোলারদের ্যাঙ্কিংয়ে আট ধাপ উপরে উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নোমান আলী। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারাতে শেষ দুই টেস্টে দলে ফিরে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। শিকার করেন ২০ ইংলিশ ব্যাটারকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ উপরে এগিয়ে ১৮ নম্বরে আছেন তাইজুল ইসলাম। তবে অলরাউন্ডারদের তালিকায় উপরে উঠলেও বোলারদের তালিকায় দুই ধাপ নেমে ২১ নম্বরে আছেন মিরাজ।

অলরাউন্ডারদের ্যাঙ্কিংয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব আছেন চার নম্বরে। বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৮০। শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। পরের অবস্থানে আছেন তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের রেটিং পয়েন্ট ৯০৩। এই তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের সব ব্যাটারের। এক ধাপ নেমে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

মন্তব্য করুন: