আবারও ব্যর্থ টপ-অর্ডার, চট্টগ্রামেও চাপে বাংলাদেশ
৩০ অক্টোবর ২০২৪
মাঠ পরিবর্তন হলেও বদলায়নি বাংলাদেশ টপ-অর্ডারের দৈন্যদশা। হতশ্রী ব্যাটিংয়ের ধারা স্বাগতিকরা অব্যহত রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ এই উইকেটেই ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল অতিথিরা।
বুধবার চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৫৩৭ রানে। ৬ রান নিয়ে মুমিনুল ও ৪ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
পেনাল্টি থেকে পাওয়া ৫ রান নিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম ৬ ওভারের ভেতর টপ-অর্ডারের তিন ব্যাটারকেই হারায়, যার শুরুটা হয় শূন্য রান করা সাদমান ইসলামকে দিয়ে। কাগিসো রাবাদার করা ওভারের শেষ বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন এই ওপেনার। তবে প্রথমে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউতে দেখা যায় তার ব্যাটে বল লেগেছে।
এই ম্যাচ দিয়ে দলে ফেরা জাকির হাসানের ইনিংসের স্থায়িত্ব ছিল ৮ বল। রাবাদার করা অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে তিনিও ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বাঁহাতি এই ব্যাটার ফেরেন ২ রান করে।
প্রথম টেস্টে ধৈর্য ধরে খেলা মাহমুদুল হাসান জয়ও টেকেননি বেশিক্ষণ। ডেইন প্যাটারসনের করা ষষ্ঠ ওভারের চতুর্থ ডেলিভারিতে অফ-স্টাম্পের বাইরের বল থেকে কাভার ড্রাইভে বাউন্ডারি আদায় করে নেন এই ডানহাতি ওপেনার। পরের ডেলিভারিতে ফুল লেন্থের একই ধরণের বলে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে থাকা মারক্রামের হাতে ক্যাচ দেন ১০ রান করা এই ব্যাটার।
পরের ওভারে বোল্ড হন নাইটওয়াচম্যান হিসেবে আসা হাসান মাহমুদকে বোল্ড করেন কেশব মহারাজ।
এর আগে টনি ডি জর্জির ১৭৭ রানের পর উইয়ান মুল্ডারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে অপরাজিত ১০৫ রানে ৬ উইকেটে ৫৭৫ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। অথচ মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৩ উইকেট তুলে নিয়ে রানের লাগাম টেনে ধরার ইঙ্গিতই দিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু এরপর মুল্ডার ও সেনুরান মুথুসামির কাছে কোনো পাত্তাই পায়নি কোনো বোলার।
মন্তব্য করুন: