শান্তর সঙ্গে কথা বলতে চট্টগ্রাম যাচ্ছেন বিসিবি সভাপতি
৩০ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার খবর। এই বিষয় নিয়ে বাঁহাতি এই ব্যাটারের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে যাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান ফারুক। এদিন বোর্ড সভা শেষে তার চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে অধিনায়ক, কোচসহ দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
ক্রিকবাজ, ইএসপিএন ক্রিকইনফোসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে গত শনিবার খবর বের হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চান শান্ত। এরপর বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানান, শান্তকেই অধিনায়ক হিসেবে রাখতে চায় বিসিবি।
তবে শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে আসায় তা ভালোভাবে নেননি ফারুক। এ বিষয়ে বোর্ডের সঙ্গে আগে আলোচনা করা উচিত ছিল জানিয়ে তিনি বলেন, “তারা আসলে যেটাই ফিল করুক সেটা নিয়ে… বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশনস, সিইও, প্রেসিডেন্ট... বেশ কিছু পদক্ষেপ আছে, যা করা যেতে পারে। আমি আশা করি, খেলোয়াড়েরা এ ব্যাপারে সচেতন হবে। আর যদি কোনো খেলোয়াড় মনে করেন সে কন্টিনিউ করতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার।”
শান্ত ছাড়াও দলের বাকি ক্রিকেটাদের সঙ্গে আলোচনা করবেন জানিয়ে ফারুক বলেন, “সবচেয়ে সহজ উপায় হচ্ছে, কেউ যদি বলে, আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। তবে আপনি যদি এর গভীরে যান যে, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরি। আলাপ করব। প্লেয়ারদের সঙ্গে এক দিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেখানেও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে। দল, কোচ-সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।”
“আমি তো ওদের সঙ্গে না বসলে বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি তার সঙ্গে বসি, তার যদি কোনো সমস্যা থাকে, সে যদি চালিয়ে যেতে না চায়… এগুলো নিয়ে না বসলে বলতে পারব না। এই মুহূর্তে ওইভাবে তার সঙ্গে কোনো কথা হয়নি।”
মন্তব্য করুন: