আফগানিস্তান সিরিজে সাকিবের খেলার ‘সম্ভাবনা কম’

৩১ অক্টোবর ২০২৪

আফগানিস্তান সিরিজে সাকিবের খেলার ‘সম্ভাবনা কম’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ। সেখানে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তবে দেশের বাইরের সেই সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একদম শেষ মুহূর্তে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে দেশে আসতে পারেননি সাকিব। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন দেশসেরা এই ক্রিকেটার। ফলে ঘরের মাঠে ম্যাচ না খেলেই ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে তাকে।

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসর নিলেও এখনও ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব। তবে মানসিক অবস্থা ও অনুশীলনের ঘাটতির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার খেলতে চাচ্ছেন না বলে মনে করেন ফারুক।

বৃহস্পতিবার চট্টগ্রামে চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান বিসিবি সভাপতি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের বিষয়ে কথা বলেন তিনি।

সাকিবের বিষয়টা... সে চেষ্টা করেছিল, কিন্তু টেস্ট ম্যাচটা খেলতে আসতে পারল না। তখন আমি কথা বলেছি তার সঙ্গে ২-১ বার। অনুশীলনেও খুব একটা নেই সে। তাই আমার মনে হয়, আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ওর একটু সময় দরকার।

এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে যা মনে হচ্ছে, তার পরের সিরিজ খেলার সম্ভাবনা খুব কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।

আফগানদের সঙ্গে সিরিজ শেষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। টেস্ট সিরিজ চলাকালে আবু ধাবিতে টি-টেন লিগে বাংলা টাইগার্সে হয়ে খেলার কথা আছে সাকিবের। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই লিগটি সাকিবের জন্য সহায়ক হতে পারে বলে মনে করেন ফারুক।

আমার মনে হয়, এটা পুরোপুরি তার মানসিক অবস্থার ব্যাপার। মাঝে আবার একটা টি-টেন লিগও আছে। আমরা এখনও ছাড়পত্র দেইনি। সেটি দিলে খেলে ফেলবে। আমি এখনও বিশ্বাস করি, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খেলতে পারে সাকিব। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওয়ানডে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। সব মিলিয়ে আর কী তবে মনে হচ্ছে, এই (আরব আমিরাত) সফরটা সে মিস করবে।

আগামী বুধবার শারজায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

মন্তব্য করুন: