পান্তকে ছেড়ে দিয়েছে দিল্লি
৩১ অক্টোবর ২০২৪
আগামী বছর আইপিএলের মেগা অকশনের আগে সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে দলে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে দলের সবচেয়ে বড় তারকা রিশাভ পান্তকে ধরে না রেখে নিলামের জন্য ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বুধবার ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, গত কয়েক মাস ধরে দিল্লি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে পান্তের চলা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আগ্রাসী মেজাজের এই উইকেটকিপার-ব্যাটারকে এখন ছেড়ে দিলেও নিলাম থেকে তাকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।
পান্তকে ছেড়ে দিয়ে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি। তারা হলেন – অলরাউন্ডার অক্ষর প্যাটেল, বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ যাদব, দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার ট্রিস্ট্যান স্টাবস ও অভিষেক পোরেল। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ কোটি রুপি পাবেন অক্ষর।
২০১৬ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন পান্ত। এরপর ক্রমেই দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে দলের অধিনায়কত্ব দেওয়া হয় ২৭ বছর বয়সী এই ক্রিকেটারকে। তার আগের মৌসুমেই তাকে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই সময় পান্তের অধীনে ৪৪ ম্যাচে মাঠে নামে দিল্লি, জয় ২৪টিতে। অধিনায়ক হিসেবে ১৪৩ দশমিক ৯৬ স্ট্রাইকরেট ও ৩৫ দশমিক ৪৪ গড়ে ১ হাজার ২০৫ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
মন্তব্য করুন: