টেস্টে বাংলাদেশের লজ্জাজনক হারগুলো

৩১ অক্টোবর ২০২৪

টেস্টে বাংলাদেশের লজ্জাজনক হারগুলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে একদিনে দুইবার অলআউট হয়ে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে নিজেদের ২৪ বছরের পথচলায় এরকম আরও লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেতে হয়েছে টাইগারদের।

বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দল দিনের একদম শেষ দিকে অলআউট হয় ১৪৩ রানে। এতেই নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বাজে হারের মুখ দেখে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে হারটি আসে প্রায় ২২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টেস্ট আঙ্গিনায় একদমই নতুন দলটিকে ইনিংস ও ৩১০ রানে হারায় ক্যারিবিয়ানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সপ্তম বাজে হার।

আরও পড়ুন: ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহগুলো

টস হেরে ব্যাটিং নামা বাংলাদেশ ক্যারিবিয়ান পেস তোপে প্রথম ইনিংসে ১৩৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অলোক কাপালি। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৩৬ রানে থামে সফরকারীদের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের অবস্থা ছিল আরও করুণ। জার্মেইন লওসনের তোপের মুখে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় তারা। ঘরের মাঠে এটি এখনও যৌথভাবে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগুন ঝরানো বোলিংয়ে ৬ ওভার ৫ বলে ৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেন লওসন।

এর আগে বাংলাদেশের সবচেয়ে বাজে হারের রেকর্ডটি ছিল পাকিস্তানের কাছে। ২০০১ সালে মুলতানে সিরিজের প্রথম টেস্টটি নাইমুর রহমান দুর্জয়ের দল হারে ইনিংস ও ২৬৪ রানের ব্যবধানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৩৪ রানের জবাবে ৩ উইকেটে ৫৪৬ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সেই ইনিংসে রেকর্ড পাঁচটি শতক হাঁকান স্বাগতিক ব্যাটাররা, যা এক ইনিংসে যৌথভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৪৮ রানে। দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে দলের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন লেগ-স্পিনার দিনেশ কানেরিয়া।

২০০৫ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৬১ রানের হারটি আছে এই তালিকার চার নম্বরে। পাঁচ নম্বরে আবারও আছে প্রোটিয়াদের নাম। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচের দুই ইনিংসেই ব্যাটিং-অর্ডারে ধস নামান কাগিসো রাবাদা। চট্টগ্রাম টেস্টে ডানহাতি এই পেসার তাণ্ডব চালান কেবল প্রথম ইনিংসে।

মন্তব্য করুন: