লুইস ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
১ নভেম্বর ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচ দিয়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন এভিন লুইস। এবার ঘরের মাঠে বাঁহাতি এই ব্যাটারের তাণ্ডবে উড়ে গেছে ইংল্যান্ডও। তার ৮ ছক্কার ইনিংসে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে অ্যান্টিগায় শেষ হওয়া ম্যাচে আগে ব্যাট করে ৪৫ ওভার ১ বলে ২০৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৫ ওভারে ক্যারিবিয়ানরা ৮১ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। এরপর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩৫ ওভারে ১৫৭ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। ৫৫ বল হাতে রেখেই সেই ঠিকানায় পৌঁছে যায় তারা।
৮ ছক্কা ও ৫ চারে ৬৯ বলে ৯৪ রান করেন লুইস। আদিল রশিদের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করার জন্য ফুল লেন্থের বল উড়িয়ে মারেন এই ওপেনার। তবে সীমানায় ধরা পড়েন তিনি। শ্রীলঙ্কার মাটিতে গত সপ্তাহে নিজের প্রত্যাবর্তনের ওয়ানডেতে ৬১ বলে শতক হাঁকিয়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশড হওয়ার হাত থেকে বাঁচান ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিন টস জিতে অনভিজ্ঞ এক দল মাঠে নামে ইংল্যান্ড। চার অভিষিক্ত – জর্ডান কক্স, জন টার্নার, ডান মাউজলি ও জেইমি ওভারটনকে নিয়ে একাদশ সাজায় তারা। প্রথম চার ব্যাটারের সবাই শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি।
৯৩ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারেন। পঞ্চম উইকেটে ৮৪ বলে এই জুটি থেকে আসে ৭২ রান। দারুণ খেলতে থাকা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিভিংস্টোন ৪৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। মাত্র ৪৪ রানেই শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। কারেন ফেরেন ৩৭ রান করে।
জবাবে ক্যারিবিয়ানদের উড়ন্ত শুরু এনে দেন লুইস ও ব্রেন্ডন কিং। তবে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন কেবল লুইস। উদ্বোধনী জুটি থেকে আসে ১১৮ রান। মূলত এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। ৫৬ বলে ৩০ রান করা কিং ফিরলে এই জুটি ভাঙে। এরপর লুইস ফিরলে কেসি কার্টিকে নিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক শাই হোপ।
একই মাঠে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
মন্তব্য করুন: