মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই
১ নভেম্বর ২০২৪
আগামী আইপিএলের মেগা অকশনের আগে মুস্তাফিজুর রহমানকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে রেকর্ড মূল্যে হাইনরিখ ক্লাসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।
বৃহস্পতিবার টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ।
২০২৫ আসরের মেগা অকশনের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দেওয়া হয়।
২৩ কোটি রুপিতে ক্লাসেনকে ধরে রাখে গত আসরের রানার্স-আপ হায়দরাবাদ। ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটারই এখন সবচেয়ে দামী। এর আগে এই তালিকায় সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন বিরাট কোহলি। ২০১৭ আসরে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে কোহলিকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাবেন এই তারকা ব্যাটার।
২০২৩ আইপিএলের আগে নিলাম থেকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লসেনকে দলে নিয়েছিল হায়দরাবাদ। এবার তার পারিশ্রমিক বেড়েছে ৩৩৮ শতাংশ। বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে নিকোলাস পুরানকে ধরে রেখেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আগামী আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপি করে আয় করবেন যশপ্রীত বুমরাহ, যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন।
মুস্তাফিজকে ছেড়ে দেওয়া চেন্নাই এবার মহেন্দ্র সিং ধোনিকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে। ভারতীয়দের মধ্যে এই তালিকায় আছেন রুতুরাজ, জাদেজা ও শিবম দুবে। বিদেশিদের মধ্যে তারা ধরে রেখেছে মাথিশা পাথিরানাকে।
১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা (অর্থের অঙ্ক রুপিতে):
মুম্বাই ইন্ডিয়ান্স: যশপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬ কোটি ৩৫ লাখ), হার্দিক পান্ডিয়া (১৬ কোটি ৩৫ লাখ), রোহিত শর্মা (১৬ কোটি ৩০ লাখ), তিলক ভার্মা (৮ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ: হাইনরিখ ক্লসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্র্যাভিস হেড (১৪ কোটি), নিতিশ কুমার রেড্ডি (৬ কোটি)
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬ কোটি ৫০ লাখ), কুলদীপ যাদব (১৩ কোটি ২৫ লাখ), ট্রিস্ট্যান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)
কলকাতা নাইট রাইডার্স: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনিল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রামানদিপ সিং (৪ কোটি)
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সোয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দ্বীপ শার্মা (৪ কোটি)
গুজরাট টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬ কোটি ৫০ লাখ), সাই সুদর্শন (৮ কোটি ৫০ লাখ), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)
লক্ষ্ণৌ সুপার জায়েন্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)
পাঞ্জাব কিংস: শাশাঙ্ক সিং (৫ কোটি ৫০ লাখ), প্রাভসিমরান সিং (৪ কোটি)
মন্তব্য করুন: