চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কায় ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া
১ নভেম্বর ২০২৪
আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর আগে দেশটির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে তারা।
শুক্রবার অস্ট্রেলিয়া সফরের এই সূচি প্রকাশ করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে এই সিরিজের গুরুত্ব অনেকটাই নির্ভর করবে আগামী ২২ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলের ওপর।
আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের আগে এই দুই সিরিজ মিলিয়ে মোট ৭টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৫টি জিতলে সরাসরি ফাইনালের টিকিট পাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
বর্তমানে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তালিকার দুইয়ে আছে অস্ট্রেলিয়া। ৫৫ দশমিক ৫৬ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে শ্রীলঙ্কা।
আগামী ২৯ জানুয়ারি গলে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ১৩ ফেব্রুয়ারি একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
এই সিরিজ খেলেই ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে তারা।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই আসতে পারে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন: