ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে রাবাদা
১ নভেম্বর ২০২৪
বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় বড় ভূমিকা রেখেছিলেন কাগিসো রাবাদা। তবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে ডানহাতি এই ফাস্ট বোলারকে বিশ্রাম দিয়েছে দক্ষিন আফ্রিকা।
বৃহস্পতিবার টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চার ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দলে ফিরেছেন লম্বা সময় বিশ্রাম পাওয়া মার্কো ইয়েনসেন ও জেরাল্ড কুটসিয়া।
প্রোটিয়াদের হয় গত জুনে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ মাঠে নামেন ইয়ানসেন। তার আগের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন কুটসিয়া।
কাঁধের সমস্যায় ভোগা ইয়ানসেন এবং নিতম্বের চোটে থাকা কুটসিয়াকে ঠিকমতো সেরে উঠতে এবং নিজেদের উন্নতির জন্য লম্বা সময়ের ছুটি দিয়েছিল সিএসএ।
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন রাবাদা। আগুন ঝরানো বোলিংয়ে মোট ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলা নির্বাচিতি হন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই বোলার। ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়া এই সিরিজের দলে ডাক পাননি গতিময় পেসার আনরিখ নরকিয়া এবং বাঁহাতি লেগ-স্পিনার তাব্রেইজ শামসি।
দলে ফিরেছেন বিধ্বংসী দুই ব্যাটার হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাদা বলের সংযুক্ত আরব আমিরাত সফরে ছিলেন না তারা।
আগামী ৮ নভেম্বর শুরু হবে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। পরের তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল:
এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কুটসিয়া, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ট্রিস্ট্যান স্টাবস।
মন্তব্য করুন: