নিউ জিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়ে চাপে ভারতও

১ নভেম্বর ২০২৪

নিউ জিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়ে চাপে ভারতও

রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে নিউ জিল্যান্ডকে আড়াইশ রানেরই আগেই গুটিয়ে দিয়েছিল ভারত। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও যশস্বী জয়সোয়াল ও শুবমান গিলের ব্যাটে চালকের আসনে থেকে দিনের খেলা শেষ করার পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু ৮ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারসাম্য এনেছে কিউইরা।

শুক্রবার মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। এখনও পিছিয়ে আছে ১৪৯ রানে। এর আগে জাদেজার ৫ ও সুন্দরের ৪ উইকেট শিকারে নিউ জিল্যান্ডকে ২৩৫ রানে অলআউট করে রোহিত শর্মার দল।

দিনের খেলার দৃশ্যপট বদলে যায় ভারত ইনিংসের ১৮তম ওভারে। জয়সোয়াল-গিলের জুটিতে শুরুর ধাক্কা সামলে ৭৮ রানে ছিল তারা। তবে আজাজ প্যাটেলের করা দ্বিতীয় বলে রিভার্স-সুইপ করতে গিয়ে বোল্ড হন দারুণ খেলতে থাকা জয়সোয়াল (৩০)। পরের বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন নাইটওয়াচম্যান হিসেবে নামা মোহাম্মদ সিরাজও।

রাচিন রবীন্দ্রর করা দিনের শেষ ওভারে চার মেরে রানের খাতা খোলেন কোহলি। কিন্তু পরের বলেই হিসেবে ভুল করে বসলেন অভিজ্ঞ এই ব্যাটার। মিড-অনে বল ঠেলে দিয়ে দ্রুত রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তিনি। শেষ তিন বলে আর কোনো বিপদ না হলে দিনের খেলা শেষ করেন গিল (৩১*) ও রিশাভ পান্ত (১*)

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডেভন কনওয়েকে হারায় নিউ জিল্যান্ড। দ্বিতীয় উইকেটে টম ল্যাথাম ও উইল ইয়ংয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকা কিউই ইনিংসে আঘাত হানেন সুন্দর। অধিনায়ক ল্যাথামকে (২৮) বোল্ড করে ভাঙেন ৪৪ রানের জুটি। দ্রুতই ৫ রান করা রবীন্দ্রকেও বোল্ড করেন ডানহাতি এই স্পিনার।

৭২ রানে ৩ উইকেট হারানোর পর ইয়ং ও ড্যারিল মিচেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। চতুর্থ উইকেটে যোগ করেন ৮৭ রান। ৭১ রান করা ইয়ংকে তুলে নিয়ে এই জুটি ভাঙেন জাদেজা। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে এরপরই ভেঙে পড়ে কিউই ব্যাটিং-অর্ডার। ৭৬ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৮২ রান করেন মিচেল।

জবাবে শুরুতে রোহিতের উইকেট হারায় স্বাগতিকরাও। পুরো সিরিজে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ১৮ রান করা ভারত অধিনায়ককে ফেরান ম্যাট হেনরি। এরপর জয়সোয়াল-গিলের ৫৩ রানের জুটিতে ম্যাচে ফিরলেও শেষ বিকেলের ধসে চাপে আছে ভারত।

মন্তব্য করুন: