ভিনিসুসের সঙ্গে অন্যায় হয়েছে: ব্রাজিল কোচ

২ নভেম্বর ২০২৪

ভিনিসুসের সঙ্গে অন্যায় হয়েছে: ব্রাজিল কোচ

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ভিনিসুস জুনিয়রকে এবারের ব্যালন ডিঅর জয়ের জন্য অনেক ফুটবল বিশেষজ্ঞই এগিয়ে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এই পুরস্কার ওঠে ম্যানচেস্টার সিটি স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। কিন্তু ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের মতে, এটি ভিনিসুসের সঙ্গে অন্যায় হয়েছে। 

ভিনিসুসের ব্যালন ডিঅর না পাওয়া এবং কারণে প্যারিসে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের পক্ষে কেউ উপস্থিত না হওয়ার ঘটনায় গত কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে বেশ তোলপাড় চলেছে। এবার সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিল কোচ।

চলতি মাসে ভেনেজুয়েলা উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেন দরিভাল জুনিয়র। সেখানেই উঠে আসে ভিসিসুসের ব্যালন ডিঅর না পাওয়ার প্রসঙ্গটিও। বিষয়ে দলের এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান জানিয়ে ব্রাজিল কোচ বলেন, “ওর সঙ্গে আগের দিন কথা হয়েছিল আমার। পরে আর কথা হয়নি। তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই।

ভিনিসুস না জিতলেও ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারজয়ী রদ্রির পারফরম্যান্স নিয়ে আঙুল তুলতে চান না দরিভাল। তবে নিজের শিষ্যকেই এই পুরস্কারের সবচেয়ে বেশি উপযুক্ত মনে করেন তিনি।

আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। বরং উল্টোটা, স্প্যানিশ ফুটবলের দারুণ একজন ফুটবলারের স্বীকৃতি এটি। তবে ভিনিসুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্যরকম স্বীকৃতি।

তবে ব্যালন ডি না পেলেও ভিনিসুসের বড় প্রাপ্তি আছে মনে করা দরিভাল বলেন, “সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসুস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি সম্মান। ব্রাজিলের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৯ নভেম্বর ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উরুগুয়ের মুখোমুখি হবে।

মন্তব্য করুন: