৫০ বছরের পুরোনো ‘বিব্রতকর’ রেকর্ড ভেঙে দিয়েছে ভারত

২ নভেম্বর ২০২৪

৫০ বছরের পুরোনো ‘বিব্রতকর’ রেকর্ড ভেঙে দিয়েছে ভারত

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের। ঘরের মাঠে কিউইদের কাছে ৩৬ বছর পর টেস্ট হারের পাশাপাশি প্রথমবারের মতো সিরিজও খুঁইয়েছে তারা। ব্যাট হাতে এখনও এক ইনিংস বাকি থাকতেই নিজেদের ৫০ বছরের পুরোনো এক বিব্রতকর রেকর্ড ভেঙে দিয়েছে রোহিত শর্মার দল।

শনিবার মুম্বাইয়ে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় ভারত। এই ইনিংসে স্বাগতিকদের তিন ব্যাটার সাজঘরে ফেরেন কোনো রান না করেই। আর এতেই নিজেদের খেলা তিন বা তার কম ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড গড়েছে দলটি।

তিন ম্যাচের চলমান টেস্ট সিরিজের ৭ ইনিংসে এখন পর্যন্ত মোট ১৩টি ডাক মেরেছেন ভারতের ব্যাটাররা। এর আগে তিন বা তার চেয়ে কম ম্যাচের সিরিজে এই রেকর্ডটি ছিল ১২টি। ১৯৭৪ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের ১২জন ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

চলতি সিরিজে স্বাগতিকদের হয়ে সবচেয়ে বেশি দুটি করে ডাক মেরেছেন সরফারাজ খান ও মোহাম্মদ সিরাজ। এর আগে সিরিজের প্রথম ম্যাচেই মোট ৭টি ডাক মারেন ভারতের ব্যাটাররা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় তারা। সেই ইনিংসে কোনো রান না করেই সাজঘরের পথ দেখেন ৫ ব্যাটার।

মন্তব্য করুন: