স্পিনারদের নৈপুণ্যে মুম্বাই টেস্টে চালকের আসনে ভারত
২ নভেম্বর ২০২৪
আগের দিনের শেষ বেলায় ৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল ভারত। সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুতে শুবমান গিল ও রিশাভ পান্তের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল তারা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর আবার দ্রুত পড়ে ৩ উইকেট। এবার ওয়াশিংটন সুন্দরের ব্যাটে লিড পায় স্বাগতিকরা। দিনের শেষ ঘণ্টায় স্পিনারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ড ম্যাচে চালকের আসনে বসেছে রোহিত শর্মার দল।
শনিবার মুম্বাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কিউইরা এগিয়ে আছে ১৪৩ রানে। এর আগে গিলের ৯০ পান্তের ৬০ ও সুন্দরের ৩৮ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় ভারত।
২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ধাক্কা খায় প্রথম ওভারেই। অধিনায়ক টম ল্যাথামের (১) স্টাম্প লণ্ডভণ্ড করে দেন আকাশ দীপ। এরপর ডেভন কনওয়ে ও উইল ইয়ং প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সুন্দর। কনওয়েকে ফিরিয়ে (২২) ভাঙেন ৩৭ রানের জুটি। পরের ওভারেই রাচিন রবীন্দ্রকে (৪) তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।
পঞ্চম উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে আবারও দলের হাল ধরেন ইয়ং। তবে মিচেলকে (২১) ফিরিয়ে ৫০ রানের এই জুটি ভেঙে নিউ জিল্যান্ড ব্যাটিং-অর্ডারে ধসের শুরু করেন জাদেজা। এরপর তার সঙ্গে যোগ দেন অশ্বিনও। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১০০ থেকে ১৭১ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় কিউইরা। সর্বোচ্চ ৫১ রান করেন ইয়ং।
আগের দিন শেষ বেলার ধসের পর এদিন গিল-পান্তের পাল্টা আক্রমণে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পান্ত ফিরলে পঞ্চম উইকেটে ৯৪ রানের এই জুটি ভাঙে। বিরতির পর আজাজ প্যাটেলের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে শেষ দিকে সুন্দরের আগ্রাসী ব্যাটিংয়ে ২৮ রানের লিড পায় তারা। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন সুন্দর। ১০৩ রানের খরচায় ৫ উইকেট নেন প্যাটেল।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড।
মন্তব্য করুন: