ইতিহাস গড়ে ভারতকে হোয়াইটওয়াশড করল নিউ জিল্যান্ড

৩ নভেম্বর ২০২৪

ইতিহাস গড়ে ভারতকে হোয়াইটওয়াশড করল নিউ জিল্যান্ড

জয় দিয়ে সিরিজ শেষ করার জন্য ১৪৭ রানের লক্ষ্য পেয়েছিল ভারত। ব্যাটিং লাইন-আপ বিবেচনায় মুম্বাই টেস্টের তৃতীয় দিন এটি তাদের নাগালের মধ্যেই থাকার কথা। কিন্তু এজাজ প্যাটেলের ঘূর্ণিতে এই রানই করতে পারেনি রোহিত শর্মার দল। আর এতেই ইতিহাস গড়ে ভারতকে হোয়াইটওয়াশ করেছে নিউ জিল্যান্ড।

রোববার মুম্বাইয়ে সিরিজের তৃতীয় শেষ টেস্টের তৃতীয় দিন ২৫ রানে হেরেছে ভারত। ছোট লক্ষ্য তাড়ায় ১২১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

আগের দুই ম্যাচ জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজে নিজেদের করে নেওয়া নিউ জিল্যান্ড এবার গড়েছে অনন্য রেকর্ডও। প্রথম দল হিসেবে ভারতকে তাদের মাটিতে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইওয়াশ করার কীর্তি গড়েছে কিউইরা। শুধু তাই নয়, ২০০০ সালের পর ভারতের মাটিতে দলটিকে টেস্টে হোয়াইটওয়াশ করার কীর্তিও এখন টম ল্যাথামের দলের। সেবার দক্ষিণ আফ্রিকার কাছে - ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত।

উইকেটে ১৭১ রান নিয়ে দিনের খেলা শুরু করা কিউইদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৪ রানে। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ম্যাট হেনরি, প্যাটেল গ্লেন ফিলিপসের বোলিংয়ে মারাত্মক চাপে পড়ে ভারত। ২৯ রানের মধ্যেই হারায় উইকেট। এরপর পাল্টা আক্রমণে দ্রুতগতিতে রান তুলতে দলকে আশা দেখান রিশাভ পান্ত। কিন্তু দলীয় ১০৬ রানে বাঁহাতি এই ব্যাটার ৫৭ বলে ৬৪ রান করে ফিরলে জয়ের আশা ফিকে হয়ে যায়।

শেষ দিকে ওয়াশিংটন সুন্দর রবীচন্দ্রন অশ্বিন জয়ের আশা জিইয়ে রাখলেও ১২১ রানেই শেষ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিকরা।

ঘরের মাঠে প্রথমবারের মতো ২০০ রানের কম লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হলো ভারত।

প্রথম ইনিংসে উইকেটের পর এই ইনিংসে উইকেট নিয়ে ম্যাচসেরা প্যাটেল গড়েছেন দারুণ এক কীর্তি। ভারতের মাটিতে তাদের বিপক্ষে এক মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই বাঁহাতি স্পিনার। জন্মস্থান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ ম্যাচে তার উইকেট এখন ২৫টি। ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামের ২২ উইকেটের আগের রেকর্ড। সেটিও এসেছে ওয়াংখেড়েতেই।

এই সিরিজের আগে ভারতের মাটিতে ৩৬ টেস্টে কেবল দুটি জয় ছিল নিউ জিল্যান্ডের। তবে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে উইকেটের জয় তুলে নিয়ে ৩৬ বছরের জয়খরা কাটায় তারা। ম্যাচের প্রথম ইনিংসে রোহিতের দলকে ৪৬ রানে অলআউট করে কিউইরা।

এরপর পুনেতে মিচেল স্যান্টনারের ঘূর্ণি যাদুতে ভারতকে ১১৩ রানে হারিয়ে দেশটির মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে নেয় নিউ জিল্যান্ড।

মন্তব্য করুন: