মিরপুর ও সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা

৪ নভেম্বর ২০২৪

মিরপুর ও সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের হতাশাকে পেছনে ফেলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশের মেয়েরা। আইরিশদের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিলেটে টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে আয়ারল্যান্ডের এই সফরের সূচি প্রকাশ করেছ বিসিবি। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭ নভেম্বর। ৩০ নভেম্বর দ্বিতীয় ডিসেম্বর তৃতীয় শেষ ওয়ানডে হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।

ডিসেম্বর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। ডিসেম্বর অনুষ্ঠিত হবে শেষ দুই ম্যাচ। এই সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং শেষটি সকাল ১০ টায়।

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েরা ব্যাটিং ব্যর্থতায় গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি আইরিশরা।

২০১৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। এর আগে ২০১১ সালে বিকেএসপিতে আইরিশদের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে তথা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডের মধ্যে ৩টিতে জয় বাংলাদেশের। অন্যদিকে ১১ টি-টুয়েন্টি ম্যাচের মধ্যে জয় ৮টি।

১০ দলের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে পয়েন্ট নিয়ে সবার নিচে আইরিশরা।

মন্তব্য করুন: