‘ভারতকে প্রতি মিনিটে হোয়াইটওয়াশের কথা মনে করাবে অস্ট্রেলিয়া’
৪ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে বেশ বড় ধাক্কাই খেয়েছে ভারত। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে রোহিত শর্মার দল। এমন অবস্থায় তারা অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন স্লেজিংয়ের শিকার হবে বলে মনে করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল।
রোববার মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হেরে ঘরের মাঠে প্রথমবারের মতো তিন বা তার চেয়ে বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে এমন ফলের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের।
নিজেদের শেষ ৫ ম্যাচের ৪টিতে জিতলে সরাসরি লর্ডসের ফাইনালের টিকিট পাবে রোহিতের দল। কিন্তু তা না করতে পারলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকে।
এমন সমীকরণকে মাথায় রেখে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে প্রতিটি মুহূর্তে রোহিত-কোহলিদের ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়ার কথা শুনতে হবে বলে মনে করেন ডুল।
“আপনি ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে প্রতিটি মিনিটে, প্রতিটি পদক্ষেপে পুরো অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশডের কথা মনে করিয়ে দিতে থাকবে। চারটা জয়, একটা ড্র দরকার ভারতের। রোহিত ও তার দলকে প্রচুর কঠিন প্রশ্নের জবাব দিতে হবে।”
তবে কঠিন সময়ে অস্ট্রেলিয়া সফরে গেলেও সেখানের সবশেষ দুই সফরে ভারতের ভালো স্মৃতি রয়েছে। দু’বারই টেস্ট সিরিজ জিতেছে রোহিত-কোহলিরা। কিন্তু ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জেতার পর কিউইদের কাছে হোয়াইটওয়াশড হওয়ায় এবারের সফরটি কঠিন বলে মত দেন ডুল।
“এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য খুব শক্তিশালী মানসিকতার দরকার হবে। মানে হলো, নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া দলটিই অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আর অস্ট্রেলিয়ায় ভালো করা কখনোই সহজ নয়। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় খেলা সবশেষ দুটি সিরিজই ভারত জিতেছে। এটা একটা ভালো দিক।”
আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
মন্তব্য করুন: