বার্সেলোনার হয়ে আরও গোল করতে চান ওলমো
৪ নভেম্বর ২০২৪
চোট কাটিয়ে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশের হয়ে মাঠে নেমেছিলেন দানি ওলমো। দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করে দলকে জিতিয়েছেনও। তবে এখানেই থামতে চান না তিনি। কাতালান ক্লাবটির হয়ে আরও গোলের জন্য মুখিয়ে আছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
রোববার লা লিগার ম্যাচে ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরও মজবুত করে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে তারা এগিয়ে আছে ৯ পয়েন্টে।
এই ম্যাচ দিয়ে প্রায় দেড় মাস পর শুরু একাদশে জায়গা পান চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া ওলমো। গত সেপ্টেম্বরে চোটে পড়ার পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। গত ২৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড।
শুরু একাদশে ফিরেই ১২তম মিনিটে গোল করে বার্সেলোনা এগিয়ে দেন ওলমো। ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর রাফিনিয়ার গোলে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিন গোল দেয় হানসি ফ্লিকের দল।
জয়ের পর মাঠে ফেরার স্বস্তির কথা জানিয়ে ওলমো বলেন, “আমার ভালো লাগছে। চোট কাটিয়ে ফিরতে ও মাঠে নেমে দলকে সহায়তা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখন ফিরেছি, উপভোগ করছি, খেলছি, ম্যাচ জিততে পারছি… এবং আরও বেশি চাই আমি।”
দলের হয়ে লিগে চলতি মৌসুমে পাঁচ ম্যাচে মাঠে নামা ওলমোর গোল এখন ৫টি। ২৬ বছর বয়সী এই ফুটবলার ছাড়াও বার্সেলোনার হয়ে ৫ বা তার বেশি গোল করেছেন রবের্ট লেভানডফস্কি (১৪), রাফিনিয়া (৭) ও লামিনে ইয়ামাল (৫)। ১২ ম্যাচে প্রতিপক্ষের জালে ইতোমধ্যেই ৪০ গোল দিয়েছে বার্সেলোনা।
দলের এমন আক্রমণাত্মক ফুটবল নিয়ে ওলমো বলেন, “আমরা এমন একটি দল, যারা প্রচুর গোল করে। আমাদের ফরোয়ার্ডরা তো বটেই, মিডফিল্ডাররাও অনেক ওপরে উঠতে পারে এবং গোল করতে বা অবদান রাখতে পারে। আমরা সরাসরি খেলতে পারি এবং অনেক সুযোগ তৈরি করতে পারি।”
১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪।
মন্তব্য করুন: