জাতীয় দলের কোচিংয়ে প্যানেলে যুক্ত হলেন সালাউদ্দিন
৫ নভেম্বর ২০২৪
জাতীয় দলের কোচিং প্যানেল দেশীয় কাউকে নিয়োগ দেওয়ার কথা কয়েকদিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরই প্রেক্ষিতে সিনিয়র সহকারী কোচের ভূমিকায় নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাড়ে পাঁচ মাসের চুক্তিতে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার কথা জানায় বিসিবি। ১৪ বছর পর আবারও জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন সালাউদ্দিন। আগামী বছর ১৫ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত-লিটনদের দায়িত্ব নেবেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও সফল কোচ হিসেবে পরিচিত সালাউদ্দিন এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন। সে সময় সহকারী কোচ ও ফিল্ডিং কোচে হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে আরও এক বছর কাজ করেন।
২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হন সালাউদ্দিন। তার কোচিংয়ে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের চতুর্থ বিভাগে খেলে সিঙ্গাপুর।
তার কোচিংয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব মিলিয়ে দলটিকে রেকর্ড চারবার বিপিএলের শিরোপা জেতান সালাউদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সাংবাদিকদের ফারুক জানান, কোচিং প্যানেলে দেশীয় কাউকে নিয়োগ দেওয়ার আভাস দেন। সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার পর বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান আশা প্রকাশ করেন, কোচিং প্যানেলে সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে অন্যান্য স্থানীয় কোচদের এগিয়ে আসার পথ সহজ করে দেবে।
“বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য প্রার্থীদের জাতীয় দলের হয়ে অবদান রাখার সুযোগ করে দেব। সালাউদ্দিন এই ভূমিকায় আদর্শ একজন, নিজের সঙ্গে বয়ে এনেছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় দলে আরও বাংলাদেশি কোচ যোগ করার সময় এখনই।”
মন্তব্য করুন: