পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ইংলিস

৬ নভেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ইংলিস

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য কোনো অধিনায়ক ছাড়াই দল দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার তিন ম্যাচের এই সিরিজের জন্য অধিনায়ক হিসেবে জশ ইংলিসের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বুধবার অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ইংলিসের নাম ঘোষণা করা হয়। তবে টি-টুয়েন্টি সিরিজের আগেই এই উইকেটকিপার-ব্যাটারের নেতৃত্বে খেলতে নামবে অজিরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডের অধিনায়কও তিনি।

ভারতের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে তৃতীয় ওয়ানডের দল থেকে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডকে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে পিতৃত্বকালীন ছুটির কারণে আগে থেকেই পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে ছিলেন না ট্র্যাভিস হেড টি-টুয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। ফলে টি-টুয়েন্টি দল ছাড়াও শেষ ওয়ানডের জন্য দলের নেতৃত্ব পেলেন ইংলিস।

আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য নেতৃত্বের বিবেচনায় ছিলেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ম্যাথিউ শর্ট। এদের সবারই বিগ ব্যাশে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে।

অন্যদিকে অধিনায়ক হিসেবে ইংলিসের অভিজ্ঞতা নেই বললেই চলে। এর আগে ২০২২ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টারস একাদশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার।

মেলবোর্নে প্রথম ওয়ানডেতে কামিন্সের দৃঢ়তায় উইকেটে জিতে সিরিজের এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার অ্যাডিলেইডে দ্বিতীয় ম্যাচ খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স স্মিথরা। রোববার পার্থে শেষ ওয়ানডেতে নেতৃত্ব দেবেন ইংলিস।

মন্তব্য করুন: