এক বছর পর শ্রীলঙ্কা ওয়ানডে দলে পেরেরা
৬ নভেম্বর ২০২৪
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে শ্রীলঙ্কা দলের বাইরে ছিলেন কুশল পেরেরা। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আক্রমণাত্মক এই ব্যাটার।
চলতি মাসে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বুধবার এই দুই সিরিজের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলেন পেরেরা। সিরিজের শেষ ম্যাচে খেলেন ৩৬ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। তবে ওয়ানডেতে দীর্ঘ দিন ধরে সুযোগ পাচ্ছিলেন না তিনি। এই ফরম্যাটে সবশেষ মাঠে নামেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
এখন পর্যন্ত লঙ্কানদের জার্সিতে ১১৬ ওয়ানডে খেলা পেরেরার রান ৩ হাজার ২৩৭। সেঞ্চুরি ৬টি। তার ব্যাটিং গড় ৩০.৫৩, স্ট্রাইক রেট ৯২.৮৮।
অন্যদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টি-টুয়েন্টি সিরিজের দলটিই নিউ জিলান্ডের বিপক্ষে রেখে দিয়েছে লঙ্কানরা।
আগামী শনিবার টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ রোববার। এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দু’দল মাঠে নামবে ১৩ নভেম্বর। সিরিজের শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর।
শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল:
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিত ভেল্লালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিতা ফার্নান্দো।
শ্রীলঙ্কার ওয়ানডে দল:
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), আবিষ্কা, ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিতা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, মোহামেদ শিরাজ।
মন্তব্য করুন: