বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
৬ নভেম্বর ২০২৪
তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে শুরুটা দুর্দান্ত হয়েছিল। তবে মাঝের ওভারগুলোতে যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। হাশমতউল্লাহ শাহিদি ও মোহম্মদ নবীর ব্যাট বিপর্যয় কাটিয়ে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে টাইগারদের ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
বুধবার শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাওয়ারপ্লেতেই আফগানদের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে শাহিদির ৫২ ও নবীর ৭৯ বলে ৮৪ রানের ওপর ভর করে দুই বল আগে ২৩৫ রানে থামে আফগানরা। তাসকিন ও মুস্তাফিজের শিকার ৪টি করে উইকেট।
টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন। দ্বিতীয় ওভারেই তুলে নেন দারুণ ছন্দে থাকা রহমানউল্লাহ গুরবাজকে। এরপর অভিষিক্ত সেদিকউল্লাহ আটালকে নিয়ে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রহমত শাহ। তবে নিজের প্রথম ওভারে ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন মুস্তাফিজ।
পাওয়ারপ্লের শেষ ওভারে জোড়া আঘাত হানেন বাঁহাতি এই পেসার। দ্বিতীয় বলে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ২১ রান করা আটালকে। পঞ্চম বলে কোনো রান না করা আজমতউল্লাহ ওমরজাইকে কট বিহাইন্ড করান তিনি।
৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে প্রথমে গুলবাদিন নাইবকে নিয়ে হাল ধরেন শাহিদি। ৩৬ রানের এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি দেন তাসকিন। ডানহাতি এই পেসারের শর্ট লেন্থের ডেলিভারিকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন নাইব (২২)।
এরপরই ইনিংসের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করেন শাহিদি ও নবী। এই দুই ব্যাটারের দৃঢ়তায় মাঝের ২০ ওভারে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে রাখেন। শাহিদি বোল্ড করে ১০৪ রানের এই জুটি ভেঙে সেই পথে বাধা হয়ে দাঁড়ান মুস্তাফিজ। বেশিক্ষণ টিকেননি রশিদ খানও। ১০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম শিকার ধরেন শরিফুল ইসলাম।
নানগয়াল খারোটিকে নিয়ে দলের সংগ্রহ দুইশ পার করার পর নিজের শতকের দিকে এগুতে থাকেন নবী। তবে দ্রুত রান তুলতে গিয়ে তাসকিনের শিকার হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। পরের বলে এএম ঘাজানফারকে বোল্ড করে তাসকিন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও তা আর হয়নি।
মন্তব্য করুন: