কিং-কার্টির রেকর্ড জুটিতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

৭ নভেম্বর ২০২৪

কিং-কার্টির রেকর্ড জুটিতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ব্রেন্ডন কিং ও ক্যাসি কার্টির জোড়া শতক এবং রেকর্ড জুটিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বুধবার বার্বাডোজে আগে ব্যাট করে ফিল সল্ট ও ড্যান মাউজলির ফিফটিতে ৮ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে ২ উইকেট হারিয়ে ৪২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় উইকেটে ২০৯ রানের জুটি গড়েন কিং ও কার্টি, যা ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো উইকেটে ক্যারিবিয়ানদের প্রথম দুইশ রানের জুটি। রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন এই দুই ব্যাটার।

ক্যারিয়ারের তৃতীয় শতকে ১০২ রান করে ফেরেন কিং। অপর প্রান্তে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন কার্টি। ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ১২৮ রানে। ১১৪ বলের ইনিংসটি সাজান ১৫ চার ও ২ ছক্কায়।

ম্যাচের শুরুর দিকে মাঠের মধ্যে স্বাগতিকদের অস্বস্তির কারণ ছিল অধিনায়ক শাই হোপের সঙ্গে আলজারি জোসেফ বাক্য বিনিময়। টস জিতে বোলিংয়ে নামা ক্যারিবিয়ানদের তৃতীয় ওভারেই সাফল্য এনে দেন ম্যাথিউ ফোর্ড। পরের ওভার শুরুর আগে লম্বা সময় ধরে হোপের সঙ্গে কথা বলতে দেখা যায় জোসেফকে। খুব সম্ভবত ফিল্ডিং সাজানো নিয়ে এক পর্যায় অধিনায়কের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন এই ডানহাতি পেসার।

সেই ক্ষোভ থেকেই হয়তো গতির ঝড় তুলে ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সের কট বিহাইন্ড করা জোসেফ। এরপর ওভার শেষ করে সোজা মাঠের বাইরে চলে যান তিনি। এ সময় কোচ ড্যারেন স্যামিকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে অবশ্য ষষ্ঠ ওভারের আগেই মাঠে নামেন জোসেফ।

তবে এই ঘটনার পরেও দুর্দান্ত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২৪ রানে চার ইংলিশ ব্যাটারকে তুলে নেন ক্যারিবিয়ান বোলাররা। পঞ্চম উইকেটে স্যাম কারেনকে নিয়ে ৭০ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন সল্ট। কারেন ফেরেন ৪০ রান করে।

নিজের স্বভাব বিরোধী ব্যাটিংয়ে ৭৯ বলে ফিফটি তুলে নেন সল্ট। ষষ্ঠ উইকেটে মাউজলির সঙ্গে আরেকটি ৭০ রানের জুটি গড়ে ৭৪ রান করা ডানহাতি এই ব্যাটার যখন সাজঘরে ফেরেন তখন ইংলিশদের সংগ্রহ ছিল ৪০ ওভার ৩ বলে ১৬৪ রান। মাউজলি ফেরেন ৫৭ রান করে।

শেষ দিকে জেইমি ওভারটনের ২১ বলে ৩২ ও জফরা আর্চারের ১৭ বলে ৩৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় ইংল্যান্ড। শেষ ৯ ওভারে দলের খাতায় যোগ হয় ৯৯ রান।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জোসেফের সঙ্গে ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে কিছু বলতে রাজি হননি হোপ।

আগামী শনিবার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: