জোসেফের মাঠ ছাড়ার ঘটনা অগ্রহণযোগ্য: স্যামি

৭ নভেম্বর ২০২৪

জোসেফের মাঠ ছাড়ার ঘটনা অগ্রহণযোগ্য: স্যামি

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় শেষ ওয়ানডের শুরুর দিকে অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। তার সঙ্গে মতের অমিল হওয়ায় আচমকাই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। অবশ্য এক ওভার পরে মাঠে ফিরেছিলেন তিনি। তবে শিষ্যের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন দলের কোচ ড্যারেন স্যামি।

বুধবার বার্বাডোজে এই ঘটনার সূত্রপাত ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারের আগে। ওভার শুরুর আগে লম্বা সময় ধরে হোপের সঙ্গে কথা বলতে দেখা যায় জোসেফকে। খুব সম্ভবত ফিল্ডিং সাজানো নিয়ে শুরু সেই তর্কে এক পর্যায় অধিনায়কের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন এই ডানহাতি পেসার।

জর্ডান কক্সকে সাজঘরে ফেরানো সেই চতুর্থ ওভার শেষ করে সোজা মাঠের বাইরে চলে যান জোসেফ। সময় কোচ স্যামিকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। ফলে পঞ্চম ওভারের শুরুতে ১০ জন ফিল্ডার নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। পরে অবশ্য ষষ্ঠ ওভারের শুরুতে মাঠে নামেন জোসেফ।

ম্যাচ শেষে জোসেফের এই ঘটনার কড়া সমালোচনা করে স্যামি বলেন, “আমার ক্রিকেট মাঠে ধরণের ব্যবহার অগ্রহণযোগ্য। আমরা বন্ধু হয়ে থাকবো তবে আমি যে রকম পরিবেশ বানাতে চাচ্ছি সেটা গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো।

এরপর দুবার ফিল্ডিং মিস করায় আরও একবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। শেষ পর্যন্ত ম্যাচে পুরো ১০ ওভারই বোলিং করেন ডানহাতি এই পেসার। ৪৫ রানে শিকার করেন কক্স ড্যান মাউজলির উইকেট।

২০২৩ সালের মে মাসে জাতীয় দলের দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্যামি। দল ব্যবস্থাপনার দক্ষতার জন্য বেশ সমাদৃত তিনি। আন্দ্রে রাসেল এবং এভিন লুইসের মতো বেশ কয়েকজন খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে রাজি করিয়েছেন তিনি।

- ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। আগামী শনিবার দুদলের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।

মন্তব্য করুন: