আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

৭ নভেম্বর ২০২৪

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। বুধবার শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ইনিংসের শেষ দিকে তিনি এই চোট পান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মুশফিকের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের বদলি হিসেবে দলের সঙ্গে কে যোগ দেবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, আফগানিস্তান ইনিংসের শেষ দিকে উইকেটকিপিংয়ের সময় তর্জনী আঙুলের মাথায় আঘাত পান মুশফিক। পরে এক্স-রে করা হলে বাঁ হাতের তর্জনী আঙুলে চিড় ধরা পড়ে। বর্তমানে টিম ম্যানেজেমেন্টের পর্যবেক্ষণে আছেন এই ব্যাটার। সেরে উঠতে কত সময় লাগতে পারে তা পরে জানানো হবে।

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য ব্যাটিং ধসে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ হারে ৯২ রানে। ৩ বলে ১ রান করে গাজানফারের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।

আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুদল। একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার।

মন্তব্য করুন: