অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে ফিরল পাকিস্তান

৮ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে ফিরল পাকিস্তান

হারিস রউফের পেস তোপে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস শেষে। এরপর সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের শতরানের উদ্বোধনী জুটিতে জয় হাতের মুঠোয় নিয়ে আসে পাকিস্তান। ৯ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

শুক্রবার অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় ওয়ানেডেতে টস জিতে বোলিংয়ে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। এরপরের গল্পটা শুধুই হারিসের। ডানহাতি এই পেসারের বোলিং তোপে দিশেহারা হয়ে ১৬৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে সাইম ও শফিকের জোড়া ফিফটিতে ১৪১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

মাঝের ওভারগুলোতে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার গুঁড়িয়ে দেন হারিস। ম্যাচসেরাও হয়েছেন তিনি। উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে যৌথভাবে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড স্পর্শ করেন রিজওয়ান। পাকিস্তান অধিনায়কের সামনে সুযোগ ছিল রেকর্ডটি নিজের একার করে নেওয়ার। তবে অ্যাডাম জ্যাম্পার সহজ ক্যাচ ফেলে দেওয়ায় তা আর হয়নি।জ্যাম্পার সহজ ক্যাচ ফেলে বিশ্ব রেকর্ড নিজের করে নিতে পারেননি রিজওয়ান।লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন সাইম ও শফিক। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ওপর শুরু থেকেই আগ্রাসী মনোভাবে ছিলেন এই দুই ব্যাটার। ৫২ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সাইম।

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আগের ১৩ ইনিংসে উদ্বোধনী জুটিতে কখনও পঞ্চাশ রান যোগ করতে না পারা এই দুই ব্যাটার এদিন যোগ করেন ১৩৭ রান। ৭১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮২ করা সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জ্যাম্পা। সঙ্গীর বিদায়ের পর ফিফটি তুলে নেন শফিকও। ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৬৪ রানে। জ্যাম্পাকে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন বাবর আজম।

এর আগে ব্যাটিংয়ে আগ্রাসী শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও জেইক ফ্রেজার-ম্যাগার্ক। তৃতীয় ওভারে ফ্রেজার-ম্যাগার্ককে (১৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ২১ রানের এই জুটি ভাঙেন শাহিন। এরপর ১৯ রান করা শর্টকেও তুলে নেন এই বাঁহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে জশ ইংলিসকে নিয়ে জুটি গড়ে শুরুর ধাক্কা সামলাতে মনোযোগ দেন স্টিভ স্মিথ। তবে তা দীর্ঘস্থায়ী হতে দেননি হারিস। ইংলিসকে (১৮) কট বিহাইন্ড করিয়ে ৩৮ রানের এই জুটি ভাঙেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫ ওভারে শেষ হয় ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান করেন স্মিথ।

আগামী রোববার পার্থ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুদল। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এই ম্যাচে খেলবেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স, স্মিথ, স্টার্কসহ টেস্ট দলের খেলোয়াড়রা। এই ম্যাচে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন ইংলিস।

মন্তব্য করুন: